হালতির বিল/হালতি বিল/মিনি কক্সবাজার

হালতির বিল/হালতি বিল/মিনি কক্সবাজার নাটোর সদর থেকে ১০ কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানায় অবস্থিত। সাধারণত বর্ষার শুরুতে এই বিল এলাকায় পানি জমতে শুরু করে, যা ছয় মাসের মতো স্থায়ী হয়। চারিদিকে অবিরাম জলরাশি তার মাঝেই ছোট ছোট দ্বীপের মতো গ্রাম। নৌকায় চড়ার পর মনে হবে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে চলে আসছি। মাঝিকে বললে গ্রামগুলোতে ১০/১৫ মিনিটের জন্য ঘুরতেও পারবেন।

আসার পথে নাটরের উত্তরা গণভবন এ নাটোর রাজবাড়ী ঘুরে দেখতে পারেন।

দুপুরের খাবারের জন্য একবার হলেও নাটরের ইসলামিয়া পচুর হোটেলের গরুর মাংস (১২০/=) ট্রাই করবেন। এরা গ্যটিসও দেয় বেশি।

আর সবশেষে সময় থাকলে নাটরের গ্রীনভ্যালী পার্ক থেকে ঘুরে আসতে পারেন, জায়গাটি নাটোর থেকে দূরে হওয়ায় পরদিন সময় নিয়ে যেতে পারেন।

যেভাবে যাবেন ও খরচঃ
নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে পাটুলের সিএনজি বা অটো ভাড়া ৩০টাকা।
আর নৌকাতে ঘুরতে প্রায় ১ঘন্টা লেগেছিল, ২৫০ টাকায় ঠিক করেছিলাম। এলাকার মানুষ একটু বেশি দাম বলে, সুতরাং দরদাম করে নিবেন।

সতর্কতাঃ
সাঁতার না জানলে লাইফ জ্যাকেট সাথে আনবেন। গ্রামের মানুষ পছন্দ করে না বা বিরক্ত হয় এমন কোন কাজ থেকে বিরত থাকুন।

Source: Rakib Riyad‎ <Travelers Of Bangladesh (TOB)

Share:

Leave a Comment